ব্যবসা অনলাইন হোক আর অফলাইন হোক- ব্যবসার স্মুদ ফাংশনিংয়ের জন্য একটি প্রফেশনাল অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট সফটওয়্যারের কোনো বিকল্প নেই। আমাদের এই সফটওয়্যারটি সম্পূর্ণ বাগ ফ্রি, হালকা ও ফুল প্রফেশনাল তাই ইউজার ফ্রেন্ডলি। কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব বা মোবাইল- যেকোনো ডিভাইস দিয়ে পরিচালনা করা যায়। আপনার সি-প্যানেলে আমরা কম্প্লিট করে দিবো। আগে থেকে যদি আপনার ডোমেইন হোস্টিং কেনা থাকে তবে সেই সি-প্যানেলেই আমরা এটা অ্যানি ডেস্কের মাধ্যমে সেটাপ করে দিয়ে থাকি।
এই প্যাকেজের সাথে আরো পাচ্ছেন :
সফটওয়্যারটিতে যে সকল সুবিধা পাবেন :
✅ প্রতিদিনের ক্রয়-বিক্রয় রিপোর্ট।
✅ শর্ট লিস্ট রিপোর্ট।
✅ স্টক রিপোর্ট।
✅ বিক্রয়ের ম্যামো প্রস্তুত করা।
✅ বিক্রির সময় ডিসকাউন্ট এর ব্যবস্থা।
✅ বাকিতে বিক্রি করলে বাকি টাকা গ্রহন করা।
✅ কাস্টমার কর্তৃক পণ্য ফেরত রাখার সিস্টেম।
✅ কোম্পানিকে পণ্য ফেরত দেয়ার সিস্টেম।
✅ কোম্পানি অনুযায়ী পণ্য ক্রয়-বিক্রয় হিসাব।
✅ প্রতিদিনের ক্যাশ এবং ব্যাংক হিসাব।
✅ প্রতিদিনের খরচ হিসাব।
✅ কাস্টমার এবং ডিলারদের বকেয়া হিসাব।
✅ প্রতিদিনের, সাপ্তাহিক, মাসিক ও বাৎসরিক লাভ ক্ষতির হিসাব সহ যে কোন নির্দিষ্ট সময়ের লাভ ক্ষতির হিসাব।
✅ দোকানে কত টাকার পণ্য মজুদ আছে তার হিসাব।
✅ সব সেলসম্যানদের আলাদা এক্সেস দিয়ে সেলস রেকর্ড।
✅ আপনাদের চাহিদা মত সব ধরনের রিপোর্ট।
✅ ইত্যাদি